SANTINIKETAN PUSHBONGA MELA -2023
“পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়”
আমরা আয়োজন করতে চলেছি “শান্তিনিকেতন পুশবনগা মেলা”। গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষ এবং আদিবাসীরাই এই মেলার মূল প্রাণ। মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্শ্ববর্তী অঞ্চলে আমরা এই মেলার আয়োজন করব।
আগ্রহী হস্তশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্পূর্ণ বিনামূল্যে মেলা উপলক্ষ্যে স্টল প্রদান করা হবে। আগামী ১০ই-১৬ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত মহাসমারোহে শান্তিনিকেতন মেলার আয়োজন করতে চলেছি।
অভিনব এই উদ্যোগে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা আমাদের কাম্য..